দ্বিতীয় প্রজন্মের নাগরিক সনদ (সিটিজেন চার্টার)
(যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ ও এর আওতাধীন উপজেলা সমূহের জন্য)
১। প্রশিণ সংক্রান্ত সেবা
ক্র:নং
|
সেবার নাম
|
সেবা গ্রহীতা
|
প্রশিণ ট্রেডের নাম
|
কোর্সের মেয়াদ
|
কোর্স শুরুর মাস
|
আসন সংখ্যা (জন)
|
বয়স ও শিাগত যোগ্যতা
|
কোর্স ফি/ভর্তি ফি
|
কোর্সের ধরণ ও ভাতার পরিমাণ
|
সেবার (প্রশিণ) স্থান
|
তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন
|
১
|
২
|
৩
|
৪
|
৫
|
৬
|
৭
|
৮
|
৯
|
১০
|
১১
|
১২
|
ক.
|
প্রাতিষ্ঠানিক প্রশিণ
|
দরিদ্র ও বেকার যুব এবং যুব মহিলা
(প্রতিবন্ধী, দুঃস্থ ও নেশাগ্রস্থ যুবদের অগ্রাধিকার
দেওয়া হয়)
|
১। পোষাক তৈরী
|
৩ মাস ও ৬ মাস
|
জুলাই, অক্টোবর (৩ মাস মেয়াদী) ও জানুয়ারী (৬ মাস মেয়াদী)
|
৪০
|
১৮-৩৫ বছর,
৮ম শ্রেণী পাশ
|
৫০/=
|
অনাবাসিক।কোন প্রকার ভাতা প্রদান করা হয় না।
|
যুবভবন
যুব উন্নয়ন অধিদপ্তর
চাঁপাইনবাবগঞ্জ।
|
সহকারী পরিচালক/
উপ-পরিচালকফোনঃ ০৭৮১-৫২৭০৯
০৭৮১-৫২০৪৩
|
২। মৎস্য চাষ
|
১ মাস
|
প্রতি মাসে
|
২০
|
১৮-৩৫ বছর,
৮ম শ্রেণী পাশ
|
৫০/=
|
ঐ
|
ঐ
|
ঐ
|
৩। মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন
|
৬ মাস
|
জুলাই ও জানুয়ারী
|
৩০
|
১৮-৩৫ বছর, এইচ.এস.সি পাশ
|
৫০০/=
|
ঐ
|
ঐ
|
ঐ
|
৪। কম্পিউটার (বেসিক)
|
৬ মাস
|
জুলাই ও জানুয়ারী
|
৪০
|
১৮-৩৫ বছর, এইচ.এস.সি পাশ
|
১০০০/=
|
ঐ
|
ঐ
|
ঐ
|
৫। ইলেকট্রনিক্স
|
৬ মাস
|
জুলাই ও জানুয়ারী
|
৩০
|
১৮-৩৫ বছর ৮ম শ্রেণী পাশ
|
৩০০/=
|
ঐ
|
ঐ
|
ঐ
|
৬। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং
|
৬ মাস
|
জুলাই ও জানুয়ারী
|
৩০
|
১৮-৩৫ বছর ৮ম শ্রেণী পাশ
|
৩০০/=
|
ঐ
|
ঐ
|
ঐ
|
৭। ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং
|
৬ মাস
|
জুলাই ও জানুয়ারী
|
৩০
|
১৮-৩৫ বছর ৮ম শ্রেণী পাশ
|
৩০০/=
|
ঐ
|
ঐ
|
ঐ
|
৮। গবাদি পশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা,মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিণ
|
২ মাস ১৫ দিন
|
জুলাই, অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল
|
৩০
|
১৮-৩৫ বছর,
৮ম শ্রেণী পাশ
|
১০০/=
|
আবাসিক ।
২ মাস ১৫ দিনে মোট (মাসিক ১,২০০/- হারে) ৩,০০০/- টাকা ভাতা প্রদান করা হয়।
|
যুবভবন
যুব উন্নয়ন অধিদপ্তর
চাঁপাইনবাবগঞ্জ
|
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,সংশ্লিষ্ট উপজেলা। সহকারী পরিচালক/ডেপুটি কো-অর্ডিনেটর,
উপ-পরিচালক
ফোনঃ ০৭৮১-৫২৭০৯
০৭৮১-৫২০৪৩
|
ক্র:নং
|
সেবার নাম
|
সেবা গ্রহীতা
|
বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী
|
প্রশিণ ট্রেডের নাম
|
কোর্সের মেয়াদ
|
সেবার (প্রশিণ) স্থান
|
কোর্স ফি/ভর্তি ফি
|
তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন
|
১
|
২
|
৩
|
৪
|
৫
|
৬
|
৭
|
৮
|
৯
|
খ.
|
অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ
|
দরিদ্র ও বেকার যুব এবং যুব মহিলা
(প্রতিবন্ধী, দুঃস্থ ও নেশাগ্রস্থ যুবদের অগ্রাধিকার
দেওয়া হয়)
|
১৮-৩৫ বছর, ৫ম শ্রেণী পাশ এবং একই এলাকার কমপে ৩০-৪০ জন বেকার যুব ও যুব মহিলা একত্রে ব্যাচ গঠন করতে হবে।
|
১.হাঁস-মুরগী ২. গাভী পালন ৩.লয়োর পাালন
৪. ব্রয়লার পালন ৫. গরু মোটাতাজাকরণ ৬. ছাগল পালন ৭.সলোই/পোশাক তরৈী ৮.সবজী বাগান ৯.ফলরে বাগান ১০.র্নাসারী তরৈী ১১.বনায়ন সৃজন ১২. চামড়ার কাজ ১৩.মৌমাছি চাষ ১৪. তুঁত চাষ ১৫. বাঁশ ও বতেরে কাজ ১৬. মৃৎশল্পি ১৭.আঁচার/জ্যাম/জলেি তরৈী প্রক্রয়িাজাতকরণ ১৮. রকিসা/সাইকলে/ভ্যান মরোমত ১৯. কনফকেশনারী ২০. সাবান তরৈী ২১.পাটি বুনন ২২. উন্নত মানরে চুলা তরৈী ২৩. বউিটশিয়িান তরৈী ২৪. মাশরুম চাষ ২৫. নকশী কাঁথা তরৈী ও বপিনন ইত্যাদি।
অথবা
স্থানীয় চাহিদাভিত্তিক যে কোন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়।
|
৭-- ৩০ দিন।
|
সংশ্লিষ্ট উপজেলা (উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক নির্বাচিত সুবিধা জনক কোন প্রতিষ্ঠান)
|
কোন ভর্তি ফি বা কোর্স ফি লাগে না
|
উপজেলার ক্ষেত্রে
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা
জেলার ক্ষেত্রে
সহকারী পরিচালক/উপ-পরিচালক
ফোনঃ০৭৮১-৫২৭০৯
০৭৮১-৫২০৪৩
|
০২। যুব ঋণ সংক্রান্ত সেবা
ক্র:নং
|
সেবার নাম
|
ঋণের জন্য প্রশিক্ষণের ধরণ
|
ঋণের পরিমাণ ও দফা (জন প্রতি)
|
পরিশোধের মেয়াদ
|
গ্রেসপিরিয়ড বা অনুগ্রহকাল
|
কিস্তি পরিশোধের ধরণ ও সার্ভিস চার্জ
|
জামানত ও নিশ্চয়তা প্রদানকারী
|
ঋণ গ্রহণে খরচ
|
ঋণ গ্রহণের সময়সীমা
|
তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন
|
১
|
২
|
৩
|
৪
|
৫
|
৬
|
৭
|
৮
|
৯
|
১০
|
১১
|
গ.
|
যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষিত যুবদের প্রকল্প গ্রহণে ঋণ প্রদান
|
১। পরিবার ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত
|
প্রকল্প গ্রহণ ও যথাযথ ঋণ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।
১ম দফা Ñ ১০,০০০/-
২য় দফা Ñ ১৫,০০০/-
৩য় দফা Ñ ২০,০০০/-
|
০১ বছর বা ৫২ সপ্তাহ।
|
শুধুমাত্র ১ম দফার জন্য ঋণের চেক গ্রহণের তারিখ হতে ১৪ দিন গ্রেস পিরিয়ডসহ অবশই ২২তম দিনের মধ্যে ১ম কিস্তি পরিশোধ যোগ্য। ২য় ও ৩য় দফায় গ্রেস পিরিয়ড নাই।
|
সাপ্তাহিক১০%
|
জামানত নেয়া হয় না তাই নিশ্চয়তা প্রদানকারীর প্রয়োজন নাই।
|
প্রতি গ্রুপ (৫জন) এর বৈধ ঋণ চুক্তির জন্য ৩০০/-(তিনশত) টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প।
|
১ম দফা ঋণ মঞ্জুরীর েেত্র জরিপ ও প্রশিণ শেষে আবেদনপত্র যাচাই-বাছাই, জেলা কার্যালয়ে প্রেরণ এবং উপ-পরিচালক কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা সর্বোচ্চ ১ মাস। ২য় ও ৩য় দফায় ঋণ প্রাপ্তির সময়সীমা ২০ দিন।
|
উপজেলার ক্ষেত্রে
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা
জেলার ক্ষেত্রে
সহকারী পরিচালক/উপ-পরিচালক
ফোনঃ ০৭৮১-৫২৭০৯
০৭৮১-৫২০৪৩
|
২। অপ্রাতিষ্ঠানিক প্রশিণ প্রাপ্ত
|
প্রকল্প গ্রহণ ও যথাযথ ঋণ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।
১ম দফা Ñ ৩০,০০০/-
২য় দফা Ñ ৪০,০০০/-
৩য় দফা Ñ ৫০,০০০/-
|
০২ বছর
|
১ম দফায় প্রকল্পভেদে ০১ থেকে ০৩ মাস পর্যন্ত।
২য় ও ৩য় দফায় গ্রেস পিরিয়ড নাই।
|
মাসিক
১০%
|
জামিনদার অথবা নিজ স্থাবর সম্পত্তির মূল দলিল , পর্চা এবং হালনাগাদ খাজনা ও দাখিলা জমা নেয়া হয়। অথবা
সরকারী রাজস্বপদে কিংবা এমপিওভুক্তি প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক নিশ্চয়তাকারী হতে পারবেন।
|
১। আবেদন ফর্মের দাম ২০ টাকা
২। বৈধ ঋণ চুক্তির জন্য ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প
|
আবেদন পত্র দাখিল, যাচাই-বাছাই, উপজেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ১ মাস।
|
উপজেলার ক্ষেত্রে
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা
জেলার ক্ষেত্রে
সহকারী পরিচালক/উপ-পরিচালক
ফোনঃ ০৭৮১-৫২৭০৯
০৭৮১-৫২০৪৩
|
৩। প্রাতিষ্ঠানিক প্রশিণ প্রাপ্ত
|
প্রকল্প গ্রহণ ও যথাযথ ঋণ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।
১ম দফা ঃ ৭৫,০০০/-
২য় দফা ঃ ৭৬,০০০/- হতে ৮৫,০০০/-
৩য় দফা ঃ ৮৬,০০০/- হতে ১,০০,০০০/-
|
০২ বছর থেকে ০৩ বছর পর্যন্ত।
|
১ম দফায় প্রকল্পভেদে ০১ থেকে ০৩ মাস পর্যন্ত।
২য় ও ৩য় দফায় গ্রেস পিরিয়ড নাই।
|
মাসিক
১০%
|
জামিনদার অথবা নিজ স্থাবর সম্পত্তির মূল দলিল , পর্চা এবং হালনাগাদ খাজনা ও দাখিলা জমা নেয়া হয়। অথবা
সরকারী রাজস্বপদে কিংবা এমপিওভুক্তি প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক নিশ্চয়তাকারী হতে পারবেন।
|
১। আবেদন ফর্মের দাম ২০ টাকা
২। বৈধ ঋণ চুক্তির জন্য ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প
|
উপজেলা পর্যায়ে আবেদন পত্র দাখিল, যাচাই-বাছাই, জেলা কার্যালয়ে প্রেরণ এবং জেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ১ মাস।
|
উপজেলার ক্ষেত্রে
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা
জেলার ক্ষেত্রে
সহকারী পরিচালক/উপ-পরিচালক
ফোনঃ ০৭৮১-৫২৭০৯
০৭৮১-৫২০৪৩
|
৩। যুব সংগঠন তালিকাভুক্তি সংক্রান্ত সেবা
তালিকাভুক্তির নিয়মঃ
ক্র:নং
|
সেবার নাম
|
তালিকাভুক্তির জন্য সংগঠনের ধরণ
|
আবেদন ফর্ম প্রাপ্তির স্থান
|
আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজ পত্র
|
তালিকাভুক্তির জন্য খরচ
|
জেলা কার্যালয় কর্তৃক তালিকাভুক্তি সম্পাদনের সময়
|
তথ্য সরবরাহ নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন
|
ঘ.
|
তালিকাভুক্তি
(Enlistment)
|
যুব সংগঠন
|
যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ে
অথবা
যুব উন্নয়ন অধিদপ্তর এর ওয়েব সাইট
www. dyd.gov.bd
|
১। গঠনতন্ত্র অনুমোদনকারী সভার কার্যবিবরণীর সত্যায়িত অনুলিপি এবং কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত কার্য বিবরণীর সত্যায়িত অনুলিপি ৩ কপি।
২। কার্য নির্বাহী এবং সাধারণ পরিষদের সদস্য এবং সদস্যাদের নাম, পেশা, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং স্বারসহ নামের তালিকা ৩ কপি।
৩। বাড়ী ভাড়াঃ ক) নিজস্ব সম্পত্তি হলে মূল দলিল এবং হালনাগাদ খাজনা পরিশোধ দাখিলার সত্যায়িত অনুলিপি, খ) ভাড়াবাড়ী হলে চুক্তি পত্রের ২ কপি সত্যায়িত ফটোকপি।
৪। ব্যাংক হিসাবের সনদের সত্যায়িত অনুলিপি ৩ কপি।
৫। গঠনতন্ত্রের ৩ কপি সত্যায়িত অনুলিপি।
৬। যুব সংগঠনের নিজস্ব প্যাডে পৃথক পৃথকভাবে বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম।
|
তালিকাভুক্তির জন্য কোন খরচ করতে হয় না।
|
জেলা কার্যালয়ে আবেদন পত্র প্রাপ্তির পর ১৫ কার্য দিবসের মধ্যে তালিকাভুক্তি করা হয়। অসম্পন্ন/ক্রটিপূর্ণ আবেদন পত্র উল্লিখিত সময়সীমার মধ্যেই ফেরত প্রদান করা হয়।
|
উপজেলার ক্ষেত্রে
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা
জেলার ক্ষেত্রে
সহকারী পরিচালক/উপ-পরিচালক
ফোনঃ ০৭৮১-৫২৭০৯
০৭৮১-৫২০৪৩
|
০৪। যুব সংগঠনকে অনুদান প্রদান সংক্রান্ত সেবাঃ যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক যুব কল্যাণ তহবিল থেকে প্রতি বছর বাছাইকৃত যুব সংগঠন সমূহকে প্রকল্প ভিত্তিক ১০,০০০/- টাকা থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হয়। এছাড়া অনুন্নয়ন খাতের আওতায় প্রতিবছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রতি জেলা থেকে ১টি করে প্রকল্প ভিত্তিক অনুদান প্রদান করা হয়। যাবতীয় তথ্য ও ফর্ম যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব সাইট www. dyd.gov.bd থেকে সংগ্র করা যায়।
০৫। পুরস্কার সংক্রান্ত সেবা
ক্র:নং
|
সেবার নাম
|
যুব পুরস্কারের নাম
|
বিবরণ
|
যে কাজের জন্য পুরস্কার দেয়া হয়।
|
বিস্তারিত তথ্য
|
ঙ.
|
যুব পুরস্কার
|
১। জাতীয় যুব পুরস্কার
|
প্রতি বছর সর্বমোট ১৬ জন যুবকে এ পুরস্কার দেয়া হয়
|
যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিণ ও যুব ঋণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন
|
মহাপরিচালক/পরিচালক/উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব সাইট
www. dyd.gov.bd
|
২। কমনওয়েলথ যুব পুরস্কার
|
সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক জারীকৃত নির্দেশনা মোতাবেক
|
যুব ও যুব সংগঠকে যুব উন্নয়ন কর্মকান্ডে , আদিবাসি যুবদের উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য এ পুরস্কার দেয়া হয়।
|
৩।সার্ক ইয়ুথ এ্যাওয়ার্ড©
|
সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক জারীকৃত নির্দেশনা মোতাবেক
|
দক্ষিণএশীয় অঞ্চলে যুবদের সৃজনশীল এবং উৎপাদনমূখী কার্যক্রমে স্বীকৃতি স্বরূপ ১৯৭৭ সাল থেকে যুবদের সার্ক ইয়ুথ এ্যাওয়াড প্রদান করা হয়।
|
০৬। বায়োগ্যাস প্লান্ট স্থাপন সংক্রান্ত সেবাঃ যুব উন্নয়ন অধিদপ্তরের IMPACT ( Innovative Management Of Resources For Proverty Alleviation through Comprehensive Technology) প্রজেক্টের আওতায় বয়োগ্যাস প্লান্ট স্থাপন সংক্রান্ত সেবা প্রদান করা হয়ে থাকে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য প্রকল্পের কার্য এলাকা
|
সেবা গ্রহীতা
|
বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য যা প্রয়োজন
|
বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উপকারীতা
|
বায়োগ্যাস প্লান্ট স্থাপনে সেবা সহযোগীতার ধরণ
|
তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন
|
শিবগঞ্জ উপজেলা
|
বেকার যুব এবং যুব মহিলা
|
১. ন্যূনতম ৫০০টি লেয়ার মুরগী অথবা
২. ন্যূনতম ৫টি দেশী জাতের গরু অথবা
৩. ন্যূনতম ৩টি বিদেশী জাতের বড় সাইজের গরু/মহিষ।
|
১.গৃহস্থালীর জ্বালনীর চাহিদাপূরণ
২.বিদ্যুতের চাহিদাপূরণ
৩. বায়োগ্যাস প্ল্যান্টের বর্জ্যরে দ্বারা জমিতে জৈব সারের সরবরাহ
৪.যুব কর্মসংস্থানের সৃষ্টি।
|
১.উদ্বুদ্ধকরন বা ওরিয়েন্টশন প্রশিক্ষণ প্রদান
২. কারিগরি সহায়তা প্রদান
৩. বায়োগ্যাস প্ল্যান্ট নির্মানত্তোর রক্ষণাবেক্ষণের জন্য ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) টাকার অফেরতযোগ্য ভূর্তকি (ঝঁনংরফু) প্রদান।
৪.ঋণ সহায়তা প্রদান।
|
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
যুব উন্নয়ন অধিদপ্তর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
টেলিফোনঃ
০৭৮২৫-৭৫১৯৮
|
|
|
|