Wellcome to National Portal
Main Comtent Skiped

Cityzen Charter

  

দ্বিতীয় প্রজন্মের নাগরিক সনদ (সিটিজেন চার্টার)

(যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ ও এর আওতাধীন উপজেলা সমূহের জন্য)

 

১। প্রশিণ সংক্রান্ত সেবা

ক্র:নং

সেবার নাম

সেবা গ্রহীতা

প্রশিণ ট্রেডের নাম

কোর্সের মেয়াদ

কোর্স শুরুর মাস

আসন সংখ্যা (জন)

বয়স ও শিাগত যোগ্যতা

কোর্স ফি/ভর্তি ফি

কোর্সের ধরণ ও ভাতার পরিমাণ

সেবার (প্রশিণ) স্থান

তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন

১০

১১

১২

ক.      

প্রাতিষ্ঠানিক প্রশিণ

দরিদ্র ও বেকার যুব এবং যুব মহিলা

(প্রতিবন্ধী, দুঃস্থ ও নেশাগ্রস্থ যুবদের অগ্রাধিকার

দেওয়া হয়) 

১। পোষাক তৈরী                       

৩ মাস ও ৬ মাস

জুলাই, অক্টোবর (৩ মাস মেয়াদী) ও জানুয়ারী (৬ মাস মেয়াদী)

৪০

১৮-৩৫ বছর,

৮ম শ্রেণী পাশ

৫০/=

অনাবাসিক।কোন প্রকার ভাতা প্রদান করা হয় না। 

যুবভবন

যুব উন্নয়ন অধিদপ্তর

 চাঁপাইনবাবগঞ্জ।      

  সহকারী পরিচালক/           

  উপ-পরিচালকফোনঃ ০৭৮১-৫২৭০৯

০৭৮১-৫২০৪৩

২। মৎস্য চাষ        

১ মাস

প্রতি মাসে

২০

১৮-৩৫ বছর,

৮ম শ্রেণী পাশ

৫০/=

৩। মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন 

৬ মাস

জুলাই ও জানুয়ারী

৩০

১৮-৩৫ বছর, এইচ.এস.সি পাশ

৫০০/=

৪। কম্পিউটার (বেসিক) 

৬ মাস

জুলাই ও জানুয়ারী

৪০

১৮-৩৫ বছর, এইচ.এস.সি পাশ

১০০০/=

৫। ইলেকট্রনিক্স

৬ মাস

জুলাই ও জানুয়ারী

৩০

১৮-৩৫ বছর ৮ম শ্রেণী পাশ

৩০০/=

৬। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং  

৬ মাস

জুলাই ও জানুয়ারী

৩০

১৮-৩৫ বছর ৮ম শ্রেণী পাশ

৩০০/=

৭। ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং   

৬ মাস

জুলাই ও জানুয়ারী

৩০

১৮-৩৫ বছর ৮ম শ্রেণী পাশ

৩০০/=

৮। গবাদি পশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা,মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিণ

২ মাস ১৫ দিন

জুলাই, অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল

৩০

১৮-৩৫ বছর,

৮ম শ্রেণী পাশ

১০০/=

আবাসিক ।

২ মাস ১৫ দিনে মোট (মাসিক ১,২০০/- হারে) ৩,০০০/- টাকা ভাতা প্রদান করা হয়।  

যুবভবন

যুব উন্নয়ন অধিদপ্তর

 চাঁপাইনবাবগঞ্জ   

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,সংশ্লিষ্ট উপজেলা। সহকারী পরিচালক/ডেপুটি কো-অর্ডিনেটর,

উপ-পরিচালক

ফোনঃ  ০৭৮১-৫২৭০৯

০৭৮১-৫২০৪৩

        

        

 

ক্র:নং

সেবার নাম

সেবা গ্রহীতা

বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী

প্রশিণ ট্রেডের নাম

কোর্সের মেয়াদ

সেবার (প্রশিণ) স্থান

কোর্স ফি/ভর্তি ফি

তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন

খ.

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ

দরিদ্র ও বেকার যুব এবং যুব মহিলা

(প্রতিবন্ধী, দুঃস্থ ও নেশাগ্রস্থ যুবদের অগ্রাধিকার

দেওয়া হয়) 

১৮-৩৫ বছর, ৫ম শ্রেণী পাশ এবং একই এলাকার কমপে ৩০-৪০ জন বেকার যুব ও যুব মহিলা একত্রে ব্যাচ গঠন করতে হবে।

১.হাঁস-মুরগী  ২. গাভী পালন  ৩.লয়োর পাালন 

৪. ব্রয়লার পালন  ৫. গরু মোটাতাজাকরণ  ৬. ছাগল পালন ৭.সলোই/পোশাক তরৈী ৮.সবজী বাগান ৯.ফলরে বাগান  ১০.র্নাসারী  তরৈী  ১১.বনায়ন সৃজন  ১২. চামড়ার কাজ  ১৩.মৌমাছি চাষ  ১৪. তুঁত চাষ  ১৫. বাঁশ ও বতেরে কাজ  ১৬. মৃৎশল্পি  ১৭.আঁচার/জ্যাম/জলেি তরৈী  প্রক্রয়িাজাতকরণ  ১৮. রকিসা/সাইকলে/ভ্যান মরোমত  ১৯. কনফকেশনারী  ২০. সাবান তরৈী  ২১.পাটি বুনন  ২২. উন্নত মানরে চুলা  তরৈী  ২৩. বউিটশিয়িান  তরৈী ২৪. মাশরুম  চাষ  ২৫. নকশী  কাঁথা  তরৈী ও বপিনন  ইত্যাদি।

অথবা

 

স্থানীয় চাহিদাভিত্তিক যে কোন ট্রেডে  প্রশিক্ষণ  দেওয়া হয়।

 

 

 

 

৭-- ৩০ দিন।

সংশ্লিষ্ট উপজেলা (উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক নির্বাচিত সুবিধা জনক কোন প্রতিষ্ঠান)   

কোন ভর্তি ফি বা কোর্স ফি লাগে না

উপজেলার ক্ষেত্রে

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা

 

জেলার ক্ষেত্রে

সহকারী পরিচালক/উপ-পরিচালক

ফোনঃ০৭৮১-৫২৭০৯

    ০৭৮১-৫২০৪৩

০২। যুব ঋণ সংক্রান্ত সেবা

ক্র:নং

সেবার নাম

ঋণের জন্য প্রশিক্ষণের ধরণ

ঋণের পরিমাণ ও দফা (জন প্রতি)

পরিশোধের মেয়াদ

গ্রেসপিরিয়ড বা অনুগ্রহকাল

কিস্তি পরিশোধের ধরণ ও সার্ভিস চার্জ

জামানত ও নিশ্চয়তা প্রদানকারী

ঋণ গ্রহণে খরচ

ঋণ গ্রহণের সময়সীমা

তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন

১০

১১

গ.

যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষিত যুবদের প্রকল্প গ্রহণে ঋণ প্রদান

১। পরিবার ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত

  প্রকল্প গ্রহণ ও যথাযথ ঋণ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

 

১ম দফা Ñ ১০,০০০/-

২য় দফা Ñ ১৫,০০০/-

৩য় দফা Ñ ২০,০০০/-

০১ বছর বা ৫২ সপ্তাহ।

শুধুমাত্র ১ম দফার জন্য ঋণের চেক গ্রহণের তারিখ হতে  ১৪ দিন গ্রেস পিরিয়ডসহ অবশই ২২তম দিনের মধ্যে ১ম কিস্তি পরিশোধ যোগ্য। ২য় ও ৩য় দফায় গ্রেস পিরিয়ড নাই।

সাপ্তাহিক১০%

জামানত নেয়া হয় না তাই নিশ্চয়তা প্রদানকারীর প্রয়োজন নাই।

প্রতি গ্রুপ (৫জন) এর বৈধ ঋণ চুক্তির  জন্য ৩০০/-(তিনশত) টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প।

১ম দফা ঋণ মঞ্জুরীর েেত্র জরিপ ও প্রশিণ শেষে আবেদনপত্র যাচাই-বাছাই, জেলা কার্যালয়ে প্রেরণ এবং উপ-পরিচালক কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা সর্বোচ্চ ১ মাস। ২য় ও ৩য় দফায় ঋণ প্রাপ্তির সময়সীমা ২০ দিন।    

উপজেলার ক্ষেত্রে

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা

জেলার ক্ষেত্রে

সহকারী পরিচালক/উপ-পরিচালক

ফোনঃ ০৭৮১-৫২৭০৯

    ০৭৮১-৫২০৪৩

২। অপ্রাতিষ্ঠানিক প্রশিণ প্রাপ্ত

প্রকল্প গ্রহণ ও যথাযথ ঋণ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

 

১ম দফা Ñ ৩০,০০০/-

২য় দফা Ñ ৪০,০০০/-

৩য় দফা Ñ ৫০,০০০/-

০২ বছর 

১ম দফায় প্রকল্পভেদে ০১ থেকে ০৩ মাস পর্যন্ত।

 

২য় ও ৩য় দফায় গ্রেস পিরিয়ড নাই।

মাসিক

১০% 

জামিনদার অথবা নিজ স্থাবর সম্পত্তির মূল দলিল , পর্চা এবং হালনাগাদ খাজনা ও  দাখিলা জমা নেয়া হয়। অথবা

সরকারী  রাজস্বপদে কিংবা  এমপিওভুক্তি প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক নিশ্চয়তাকারী হতে পারবেন।

১। আবেদন ফর্মের দাম ২০ টাকা

২। বৈধ ঋণ চুক্তির  জন্য ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প

আবেদন পত্র দাখিল, যাচাই-বাছাই, উপজেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ১ মাস।

উপজেলার ক্ষেত্রে

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা

জেলার ক্ষেত্রে

সহকারী পরিচালক/উপ-পরিচালক

ফোনঃ ০৭৮১-৫২৭০৯

    ০৭৮১-৫২০৪৩

৩। প্রাতিষ্ঠানিক প্রশিণ প্রাপ্ত

প্রকল্প গ্রহণ ও যথাযথ ঋণ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

১ম দফা ঃ ৭৫,০০০/-

২য় দফা ঃ ৭৬,০০০/- হতে ৮৫,০০০/-

৩য় দফা ঃ ৮৬,০০০/- হতে ১,০০,০০০/-

 

০২ বছর থেকে ০৩ বছর পর্যন্ত।

১ম দফায় প্রকল্পভেদে ০১ থেকে ০৩ মাস পর্যন্ত।

২য় ও ৩য় দফায় গ্রেস পিরিয়ড নাই।

মাসিক

১০%

জামিনদার অথবা নিজ স্থাবর সম্পত্তির মূল দলিল , পর্চা এবং হালনাগাদ খাজনা ও  দাখিলা জমা নেয়া হয়। অথবা

সরকারী  রাজস্বপদে কিংবা  এমপিওভুক্তি প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক নিশ্চয়তাকারী হতে পারবেন।

১। আবেদন ফর্মের দাম ২০ টাকা

২। বৈধ ঋণ চুক্তির  জন্য ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প

উপজেলা পর্যায়ে আবেদন পত্র দাখিল, যাচাই-বাছাই, জেলা কার্যালয়ে প্রেরণ এবং জেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ১ মাস।

উপজেলার ক্ষেত্রে

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা

জেলার ক্ষেত্রে

সহকারী পরিচালক/উপ-পরিচালক

ফোনঃ ০৭৮১-৫২৭০৯

    ০৭৮১-৫২০৪৩

৩। যুব সংগঠন তালিকাভুক্তি সংক্রান্ত সেবা

   তালিকাভুক্তির নিয়মঃ

 

ক্র:নং

সেবার নাম

তালিকাভুক্তির জন্য সংগঠনের ধরণ

আবেদন ফর্ম প্রাপ্তির স্থান

আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজ পত্র

তালিকাভুক্তির জন্য খরচ

জেলা কার্যালয় কর্তৃক তালিকাভুক্তি সম্পাদনের সময়

তথ্য সরবরাহ নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন

ঘ.

তালিকাভুক্তি

(Enlistment)

যুব সংগঠন

যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ে

অথবা

যুব উন্নয়ন অধিদপ্তর এর ওয়েব সাইট

www. dyd.gov.bd

১। গঠনতন্ত্র অনুমোদনকারী সভার কার্যবিবরণীর সত্যায়িত অনুলিপি এবং কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত কার্য বিবরণীর সত্যায়িত অনুলিপি ৩ কপি।

২। কার্য নির্বাহী এবং সাধারণ পরিষদের সদস্য এবং সদস্যাদের নাম, পেশা, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং স্বারসহ নামের তালিকা ৩ কপি।

৩। বাড়ী ভাড়াঃ ক) নিজস্ব সম্পত্তি হলে মূল দলিল এবং হালনাগাদ খাজনা পরিশোধ দাখিলার  সত্যায়িত অনুলিপি, খ) ভাড়াবাড়ী হলে চুক্তি পত্রের ২ কপি সত্যায়িত ফটোকপি।

৪। ব্যাংক হিসাবের সনদের সত্যায়িত অনুলিপি ৩ কপি।

৫। গঠনতন্ত্রের ৩ কপি সত্যায়িত অনুলিপি।

৬। যুব সংগঠনের নিজস্ব প্যাডে পৃথক পৃথকভাবে বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম।

তালিকাভুক্তির জন্য কোন খরচ করতে হয় না।

জেলা কার্যালয়ে আবেদন পত্র প্রাপ্তির পর ১৫ কার্য দিবসের মধ্যে তালিকাভুক্তি করা হয়। অসম্পন্ন/ক্রটিপূর্ণ আবেদন পত্র উল্লিখিত সময়সীমার মধ্যেই ফেরত প্রদান করা হয়।

উপজেলার ক্ষেত্রে

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা

জেলার ক্ষেত্রে

সহকারী পরিচালক/উপ-পরিচালক

ফোনঃ ০৭৮১-৫২৭০৯

    ০৭৮১-৫২০৪৩

০৪।  যুব সংগঠনকে অনুদান প্রদান সংক্রান্ত সেবাঃ যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক যুব কল্যাণ তহবিল থেকে প্রতি বছর বাছাইকৃত যুব সংগঠন সমূহকে প্রকল্প ভিত্তিক ১০,০০০/- টাকা থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত অনুদান    প্রদান করা হয়। এছাড়া অনুন্নয়ন খাতের আওতায় প্রতিবছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রতি জেলা থেকে ১টি করে প্রকল্প ভিত্তিক অনুদান প্রদান করা হয়। যাবতীয় তথ্য ও ফর্ম যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব সাইট  www. dyd.gov.bd থেকে সংগ্র করা যায়।   

 

০৫। পুরস্কার সংক্রান্ত সেবা

ক্র:নং

সেবার নাম

যুব পুরস্কারের নাম

বিবরণ

যে কাজের জন্য পুরস্কার দেয়া হয়।

বিস্তারিত তথ্য

ঙ.

যুব পুরস্কার

১। জাতীয় যুব পুরস্কার

প্রতি বছর সর্বমোট ১৬ জন যুবকে এ পুরস্কার দেয়া হয়

যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিণ ও যুব ঋণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন

মহাপরিচালক/পরিচালক/উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব সাইট

www. dyd.gov.bd

২। কমনওয়েলথ যুব পুরস্কার

সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক জারীকৃত নির্দেশনা মোতাবেক

যুব ও যুব সংগঠকে যুব উন্নয়ন কর্মকান্ডে , আদিবাসি যুবদের উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য এ পুরস্কার দেয়া হয়।

৩।সার্ক ইয়ুথ এ্যাওয়ার্ড©

সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক জারীকৃত নির্দেশনা মোতাবেক   

দক্ষিণএশীয় অঞ্চলে যুবদের সৃজনশীল এবং উৎপাদনমূখী কার্যক্রমে স্বীকৃতি স্বরূপ ১৯৭৭ সাল থেকে যুবদের সার্ক ইয়ুথ এ্যাওয়াড প্রদান করা হয়।

০৬। বায়োগ্যাস প্লান্ট স্থাপন সংক্রান্ত সেবা যুব উন্নয়ন অধিদপ্তরের IMPACT ( Innovative Management  Of  Resources For Proverty Alleviation through Comprehensive Technology)   প্রজেক্টের আওতায় বয়োগ্যাস প্লান্ট স্থাপন সংক্রান্ত সেবা প্রদান করা হয়ে থাকে।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য প্রকল্পের কার্য এলাকা

সেবা গ্রহীতা

বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য  যা প্রয়োজন

বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উপকারীতা

বায়োগ্যাস প্লান্ট স্থাপনে সেবা সহযোগীতার ধরণ

তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন

শিবগঞ্জ উপজেলা

বেকার যুব এবং যুব মহিলা

১. ন্যূনতম  ৫০০টি লেয়ার   মুরগী  অথবা

২. ন্যূনতম  ৫টি দেশী জাতের  গরু  অথবা

৩. ন্যূনতম  ৩টি বিদেশী জাতের বড় সাইজের  গরু/মহিষ। 

১.গৃহস্থালীর জ্বালনীর চাহিদাপূরণ

 

২.বিদ্যুতের চাহিদাপূরণ

৩.  বায়োগ্যাস প্ল্যান্টের বর্জ্যরে দ্বারা জমিতে জৈব সারের   সরবরাহ

৪.যুব কর্মসংস্থানের সৃষ্টি।

১.উদ্বুদ্ধকরন বা  ওরিয়েন্টশন প্রশিক্ষণ প্রদান

২. কারিগরি সহায়তা প্রদান

৩. বায়োগ্যাস প্ল্যান্ট নির্মানত্তোর রক্ষণাবেক্ষণের জন্য  ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) টাকার  অফেরতযোগ্য     ভূর্তকি (ঝঁনংরফু) প্রদান।

৪.ঋণ সহায়তা প্রদান।

উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা

যুব উন্নয়ন অধিদপ্তর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

টেলিফোনঃ

০৭৮২৫-৭৫১৯৮